Tuesday, July 21, 2020

সবাই সবকিছু ডিজার্ভ করেনা!

কেউ ভাবছে আপনি সস্তা,আপনার বলা প্রতিটা কথা গুরুত্বহীন, বিরক্তিকর তাহলে সমাধান কি?

সমাধান:

১./ নিজের মাইন্ডকে স্ট্রং করে,নিজের পারসোনালিটিকে ধরে রাখুন।কারণ সবাই সব জিনিসের গুরুত্ব বোঝেনা।কিছু মানুষকে লিমিট করে কেয়ার দিতে হয়,লিমিট করেই ভালবাসতে হয় তাতে সে ভাবে আপনি ম্যাচিউর!

২./ সে না চাইতে বেশি পায় বলেই তার জন্য সেটা বদহজমের মত মনে হয়! সে ভেবে নেয় আপনি বাস্তববাদী নন,আপনি আবেগী,সুতরাং নিজেকে আবেগহীন করে গড়ে তুলুন।

৩./ মনের ভিতরে রক্তমাংস রেখে বাইরে টাকে কাঠ মানব/ মানবী করে গড়ে তুলুন।নিজের চারিদিকে এমনভাবে শক্ত প্রাচীর তৈরি করুন যেন সে চাইলেও আর আঘাত না করতে পারে,ভাঙতে না পারে।

ভালো থাকার জন্য এইটুকুই যথেষ্ট।মনে রাখবেন, সবাই সবকিছু ডিজার্ভ করেনা!
যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দিতে হয়।
 
✍️🧔🏽🧔🏽

Thursday, July 2, 2020

অফিস বস আর বাস্তব জীবন--------------------------


আমরা এমন অনেকেই আছি যারা অফিসে বসের বকা খেতে স্বাচ্ছন্দ বোধ করিনা। আমার ও একই মনে হয়। মনে হয় ' আর থাকবোনা এই অফিসে' । কিন্তু যদি এটাকে ভালোবাসা হিসেবে জাস্ট মনে করে নিই একটু সময়ের জন্য তাহলে ঐ বকা টা বকা হবেনা। 
আমি ভুল করবোই আর বস ভুলের জন্য বকা দিবেই - এটাই বস আর আমার মধ্যে পার্থক্য। 
অবাক করা বিষয়- আপনি যতই  চেক দিয়ে নেন না কেন  বসের চোখ যেনো ঐ শব্দ কিংবা লাইনের মধ্যেই পড়ে যেখানে ভুল হইছে কিংবা আরেকটু ভালো হতেপারতো এই লাইনটা -এই টাইপ লাইন/ শব্দ। 

চাকুরী ক্ষেত্রে বস সবসময় ভালো একটা রোল প্লে করে । আবার খারাপ/ আপনার মনের মতো না টাইপ বস ও মাঝে মাঝে ভালো কিছু প্লে করে অন্য মনস্ক ভাবে। সো সবক্ষেত্রেইই ব্যাপারটা পজিটিভ ভেবে নিলে আর টেনশন কিংবা হতাশা আসাবেনা। 

জীবন একটা উপবৃত্তাকার পৃথিবীর মধ্যেই দোড়াবে। এটাই স্বাভাবিক!!! কোথাও সেন্ট্রাল পয়েন্ট একদম কাছে আবার কোথাও দূরে। শুধু টেকনিক্যালি দোড়াতে পারলে মূল পয়েন্টে আমরা আসতে পারি। অন্যথায় বইয়ের নীতি অনুসরণ করেই দোড়াতে হবে। আসলেই খাবো- না আসলে কি আর করার। ব্যাড লাক বলে চালিয়ে দিতে হবে।  

তাই সময়ের সাথে নিয়ম মেনেই দোড়ালে পিছনে ফিরে তাকানোর সময় পাবেনা। কারন ঐ সময় আর আমার জন্য দাড়াবেনা। 
Life is All About Time..............................

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...