Friday, June 18, 2021

ক্রস কানেকশন

 

তোকে মোছায়-

যেন বয়ে যাওয়া চোখের কিনায়।

বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার

মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো

আদর পাখি- অল্প অল্প উডছে পালক।

 

তোকে দেখায় –

রাতে ফুটপাতে না বাস স্টপেজ-এ

ফেরা পথে দুটো কম বয়সী এমনি ভেঁজে

চটি  জোড়া খুলে রেখে পায়ে পায়ে কথা উড়ায়।

ছেলে মানুষ মুঠো খুলে সময় উড়ায়।

তোকে বুঝায়-

কেনো ছুতে ইচ্ছে করছে  হঠাৎ

দিচ্ছে হাওয়া রাত দুপুরে

কাছে পেলে জানি খুলে যাবে ঠোঁটের বড়াই

আঙ্গুল টা তো বড্ড ভবগুরে

এলোরে দূর

জীবনেরা ছুটে বেড়ায়

খোলা চুলে জোনাকীরা ঘুরতে এলো

তোকে টাঙ্গায়-

যেন স্বামীয়ানা শহর জুড়ে

কখনো ঝিল – আসে শীত পাখিরা উড়ে উড়ে

ধরেছি হাত ছটকা দেবার পুশ না মানা জলপ্রপাত

রেস্তোরাতে জ্বলতে থাকে মোম্বাতিরা।

এলোমেলো রিবনেরা  ছুটি  পেলো  

 

 

No comments:

Post a Comment

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...