Tuesday, June 30, 2020

মধ্যবিত্ত শিক্ষার্থী ...


ভাতিজা- কিসে পড়??? চাচা!! আমি মাস্টার্স দিয়েছি । 
ওহ। এম এ পাস দিছো?? জী চাচা!!!
তা চাকরী টাকুরী কিছু পাইছো নাকি এখনো বাপ মায়ের কাছ থেকে নিয়া চলো ?
অবশ্য তোমার বাপ মা ই বা কই থেকে দিবে ?? 

না না চাচা , আমি টিউশনি করে চলি । বাবা মায়ের কাছ থেকে নিতে হয়না...
ওওওও !! তা বাড়িতে কিছু দিতে পারো?? নাকি সব আড্ডাবাজি  কইরাই উড়াইয়া দাও...। 
না চাচা ্‌ চেষ্টা করি দিতে । 
আমি যায় চাচা- ভালো থাকবেন । যাও যাও- 
কিরে জামাল ( প্রতীকী নাম) চিনিস তো ওরে। আরে ও বাড়ির করিমের( প্রতীকী নাম) ছেলে । সবাই তো বলে ও ভালা  ছাত্র আছিলো ।। পোলাপাইন ঢাকাতে যাইয়া সব নষ্ট হইয়া যায় .........।। 

এই হলো গ্রামের একটা সাধারন পরিচিতি ।ভালো ছাত্রের পরিচিতি মাথায় নিয়ে আজ মধ্যবিত্ত পরিবারের সন্তান রা এই ভাবেই ছোটোখাটো কিছু কষ্ট নিয়ে দিন কাটায়। 
হ্যাঁ!! ভালো চাকুরী পাই। পড়াশুনা করলেই ভালো চাকুরী হবেই এটা যেমন সত্য তেমনি কিঞ্চিত সৌভাগ্য ও দরকার হয়। তা না হলে ভালো ছাত্র পরিশ্রম করারা পর ও চাকুরী পাই না কেন?? হ্যাঁ !!! টেকনিক অবলম্বন করে না বিধায়...
টেকনিক শিখতে হলে বিভিন্ন লেখকের বই লাগবে  । তা কিনতে হলে টাকা লাগবে , আর টাকার জন্য অতিরিক্ত টিউশনি কিংবা কোচিং এ ক্লাস। তো টেকনিক অবলম্বন করে পড়া টা কখন? এই  জন্যই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য ও কিছুটা সৌভাগ্য লাগে। আর  না হলে জীবন ঐ লেবুর মত তেঁতোই থেকে যায়। 
 

Monday, June 29, 2020

আশাই তো একমাত্র ভেলা - আসবে কোনো এক বেলায়..

হ্যাঁ !!
আমি সেই আত্মতৃপ্ত মানব যার তৃপ্ততা পুষ্ট হতে খুব কিঞ্চিত সময়ের দরকার হয়।
আমার লাগেনা ঘন্টা দশেক সময় নিজেকে ভাবাতে - না অন্যকে নিয়ে ভাবতে-
না পাই কস্ট - না দিতে পারি ব্যাথা
তবুও কেন জানি আমিই পড়ে যায় চক্ষুতলে।
এটা হয়তো অতি ভালোবাসা কিংবা  অতি রোষানলের শিকার,

না কবিতা লেখার বৃথা চেষ্টা করছিনা --------
এটা আমার দ্বারা হবেনা। আমি ভাই তেল নিয়ে একটু ব্যস্ত । কোনটা নিবো !!!!!!!


এমনই অনেক মানুষ আছে - যারা নিজেরই জানেনা কেনো সে কথা শুনছে কিংবা কস্ট পাচ্ছে। সমাজ মাঝে মাঝে নতুন কিছু ব্যাকরণ নিয়ে আসে মানুষের মাঝে । যুক্ত ব্যাঞ্জনের মতোই ভেঙ্গে ভেঙ্গে পড়তে দাঁত ভাঙার উপক্রম হতেই ভুলে যায় প্রথমে কোন শব্দ ভেঙ্গেছি। চেষ্টার কমতি ছিলোনা কিন্তু । কে বুঝবে এই কথা ।
না - আপনি পারবেন না উচ্চস্বরে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে - আমি জানি !! আমি ই পারবো !!
কারন - পঞ্চ দিক থেকে চেপে ধরে রাখবে আপনাকে । ২ইঞ্চি বেটে হয়ে ও যেতে পারেন তাতে কিছুই যায় আসেনা। কিন্তু আপনি ওখানেই পরে থাকেন , কেউ ভাববেনা।
এটা ভালোবাসা কিন্তু এক দিক থেকে ।

আমাদের সমাজের ভালো মানুষগুলো একটু বেশি তেল কিনতে পছন্দ করে । মার্কেট যদি লক হয়ে যায়। ঢেলে দেয়ার তেল যদি ছিটকানো লাগে তাহলে জাত যাবে। মাঝে মাঝে এতো মারে --- তেল---
যে তেলে তৈলাক্ত হয়ে ঘেমে যেতে হয়। তাতে কলমের কালি আর বের হয়না।
আমি আপনি কিঙ্গা আপনারা তেলের বাজার টা একটু গরম করে দিলেই আবার কলমের কালি বের হবেনা । সুতরাং কোনো কিছুই বেশি দেয়া ভালোনা।
আর আমি অতি সাধারন মানুষের মতই বসে থাকি কখন কলমের কালি বের হবেনা -- তা দেখতে ।
আশাই তো একমাত্র ভেলা - আসবে কোনো এক বেলায়.........

Friday, June 26, 2020

Dear Soulmate-- I am practicing being alone...





Dear Soulmate - 
I hope your smile is as beautiful as i see in my  dreams..
I am waiting for you in a sea of 7  billion ..

Dear Soulmate-
I am here ..
I am learning to take care of myself ..
So that i can take care of you in the future..
I am alone....
But i am not lonely............
These lips have kissed all the wrong people ..
So that i can learn to kiss you in the right way..
And i'm going through heartbreaks,
These heartbreaks that hurt like hell..
So i can understand true love..

The love that i will give to you
And i am practicing being alone..
So we can be alone together...
When shall we meet??
Meet me at the right place..
At the right side..
When i am the right person..
For now, i will be here,, Chasing my dreams-i will be here,,
Gathering experences, trying to understand the world
Making myself happy and whole, 
Because i kno then ,
And only then -Is when we will meet..


Tuesday, June 23, 2020

দিনশেষে আপনি যাই করেন না কেন আপনিই থাকবেন :)



দুইবছর আগে, আমি রাতে ঘুমানোর আগে আমার মাথার বাম পাশে দুই লিটার এর একটা পানির বোতল নিয়ে ঘুমাতাম। একটা বোতল, খুব সুন্দর ছিলো, ওটাতেই আমি রাতে পানি নিয়ে ঘুমাতাম।
আমি রাতে যতবার পাশ ফিরতাম, বা একটু ঘুম ভাংগা ভাবও যদি হতো, আমার মনে হতো আমি পানি খাবো, গলা শুকনো লাগছে, আমি ঘুম চোখেই, চোখ বন্ধ করে, শুয়ে শুয়ে পানি খেতাম একটু পর পর। কোনোদিন সকালে দেখতাম সব পানিই শেষ, আবার কখনো দেখতাম একটু পানি থেকে যেতো।

এখন দুইবছর পর, আমি রাতে একগ্লাস বা এক মগ পানি আমার মাথার কাছে, বেড এর কোনায় রেখে ঘুমাই। কোনোরাতে একটু খাই, কোনোরাতে পুরা গ্লাস এর পানি খাই।
এখন আমার দুই লিটার পানি খাওয়া ছাড়া ঘুম হয় আলহামদুলিল্লাহ।

মোরাল অভ দ্যা স্টোরি-

আপনি আগে জাহেল ছিলেন, উগ্র ছিলেন, অনেক টাকা খরচ করতেন, অনেক সস্তা ইমোশনাল ছিলেন।
তার মানে এই না, আপনাকে আল্লাহ সারাজীবন এমনই রাখবেন,
এক সময় যা ছাড়া মানুষ চলতে পারবেনা মনে করে, আসলে কিছু সময় পর তার সেই চাহিদা ছুটেও যেতে পারে। আপনার আমার আশপাশ এ এমন অনেক মানুষ আছে, যারা ভালো হতে চায়, ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়,
অনুগ্রহ করে তাদের সাথে, তাদের পরিবর্তন নিয়ে ঠাট্টা মশকড়া, করবেন না।
এতে তার মানসিকতা আপনি বদলাতে পারবেন না এটা সিওর থাকেন, মাঝখানে আপনার নামধারি শিক্ষিত হবার আড়ালে থাকা আসল ফেইক মেন্টালিটির চেহারাটা তার কাছে খুলে পরে যাবে।
অবশ্য তাতে আপনাদের এই শ্রেণীর ঠাট্টা করা লোকের কিছু যায় আসবেনা।


করোনার পজিটিভ দিক :)

Image may contain: night and text


সবাই যে ঠান্ডা মাথায় নতুন করে ভাববার চান্স পাইসে, এইটাও কম কিছু না কিন্তু!

অনেকেই নিজেদের ভুল ভালোলাগা, ভুল বন্ধুত্ব, ভুল ভালোবাসা, ভুল সম্পর্ক, ভুল আসক্তি, ভুল প্রায়োরিটি, ভুল বিনিয়োগ, ভুল চাকরি, আর ভুল স্বপ্নগুলো আইডেন্টিফাই করতে পেরেছে বা পারছে; এইটা অনেক বড় পাওয়া বটে!

এইটা না হইলে, অথবা সেইটা হইতে না পারলে কিংবা অমুকরে না পাইলে যে জীবন বৃথা হয়ে যায়না, তা অনেকেই এবার হাতেকলমে বুঝতে পারসে; দ্যাটস অসাম!

অনেকেই নতুন করে টের পাইসে এক জীবনে কত কম হইলে আর কত স্লো চললেও দিব্যি বেচে থাকা যায়; দ্যাটস এপিক!

পাছে লোকে কি বলে ভেবে অনেকেই এদ্দিন নানান ইস্যুতে ইন্ডিসিশনে ভুগছিল, তারা এবার গা ঝাড়া দিয়ে ডিসাইসিভ হবে; দ্যাটস দ্য ইন্ডিকেশন অফ নিউ হোপস, নিউ বিগিনিংস, নিউ এরা!

নিশ্চয় অতীতের চেয়ে ভবিষ্যৎ হবে শ্রেয়তর 💕


কাজের খুটিনাটি না জানার অনেক আপদ রুপ বিপদ !!

জনৈক পাদ্রি এক নানকে( Someone )গাড়িতে লিফট দিচ্ছিলেন। গাড়িতে বসে নান এমন ভাবে পা তুলে বসল যে পাদ্রি তার একপাশের উরু পরিস্কার দেখতে পাচ্ছিলেন। পাদ্রি কোন রকমে নিজেকে সামলে নিলেন। কিন্তু কিছুক্ষন পর গিয়ার বদলানর ছলে নানের উরু ছুয়ে দিলেন।
শিউরে উঠে নান বলে উঠল, "ফাদার, আপনার কি মনে আছে ১২৯ নম্বর স্লোকে ঈশ্বর কী বলেছেন?"
বিব্রত পাদ্রি "হু, হা" বলে দ্রুত হাত সরিয়ে নিলেন।
চার্চে পৌছে নানকে বিদায় করে দিয়ে পাদ্রি পরিমরি করে ছুটলেন ১২৯ নম্বর স্লোকে কী লেখা আছে দেখতে।
স্লোক পড়ে পাদ্রি শোকে পাথর হয়ে গেলেন। স্লোকে লেখা ছিল, "এগিয়ে যাও, প্রয়োজনে আরো উপরে উঠ, নিশ্চয় তুমি সুখী হবে।"
নিজের কাজের খুঁটিনাটি জানা না থাকলে অনেক সুবর্ন সুযোগ হেলায় হারাতে হয়।
Hridoy Khan, Rahman Sanzu and 7 others

ভালো থাকার উত্তম পন্থা !!!!


কেউ ভাবছে আপনি সস্তা,আপনার বলা প্রতিটা কথা গুরুত্বহীন, বিরক্তিকর তাহলে সমাধান কি?

হ্যাঁ -হতে পারে এটাই সমাধানঃ-  


১./ নিজের মাইন্ডকে স্ট্রং করে,নিজের পারসোনালিটিকে ধরে রাখুন।কারণ সবাই সব জিনিসের গুরুত্ব বোঝেনা।কিছু মানুষকে লিমিট করে কেয়ার দিতে হয়,লিমিট করেই ভালবাসতে হয় তাতে সে ভাবে আপনি ম্যাচিউর!

২./ সে না চাইতে বেশি পায় বলেই তার জন্য সেটা বদহজমের মত মনে হয়! সে ভেবে নেয় আপনি বাস্তববাদী নন,আপনি আবেগী,সুতরাং নিজেকে আবেগহীন করে গড়ে তুলুন।

৩./ মনের ভিতরে রক্তমাংস রেখে বাইরে টাকে কাঠ মানব/ মানবী করে গড়ে তুলুন।নিজের চারিদিকে এমনভাবে শক্ত প্রাচীর তৈরি করুন যেন সে চাইলেও আর আঘাত না করতে পারে,ভাঙতে না পারে।

ভালো থাকার জন্য এইটুকুই যথেষ্ট।

আসলে সবাই সবকিছু ডিজার্ভ করেনা!
যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দিতে হয়।

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...