Friday, June 18, 2021

ক্রস কানেকশন

 

তোকে মোছায়-

যেন বয়ে যাওয়া চোখের কিনায়।

বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার

মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো

আদর পাখি- অল্প অল্প উডছে পালক।

 

তোকে দেখায় –

রাতে ফুটপাতে না বাস স্টপেজ-এ

ফেরা পথে দুটো কম বয়সী এমনি ভেঁজে

চটি  জোড়া খুলে রেখে পায়ে পায়ে কথা উড়ায়।

ছেলে মানুষ মুঠো খুলে সময় উড়ায়।

তোকে বুঝায়-

কেনো ছুতে ইচ্ছে করছে  হঠাৎ

দিচ্ছে হাওয়া রাত দুপুরে

কাছে পেলে জানি খুলে যাবে ঠোঁটের বড়াই

আঙ্গুল টা তো বড্ড ভবগুরে

এলোরে দূর

জীবনেরা ছুটে বেড়ায়

খোলা চুলে জোনাকীরা ঘুরতে এলো

তোকে টাঙ্গায়-

যেন স্বামীয়ানা শহর জুড়ে

কখনো ঝিল – আসে শীত পাখিরা উড়ে উড়ে

ধরেছি হাত ছটকা দেবার পুশ না মানা জলপ্রপাত

রেস্তোরাতে জ্বলতে থাকে মোম্বাতিরা।

এলোমেলো রিবনেরা  ছুটি  পেলো  

 

 

Tuesday, January 5, 2021

করনার প্রতিদিনকার চিত্র।

 ০৫ জানুয়ারী ২০২১ঃ 

করোনা বিশ্বের অনেক দেশকেই আবারো লক করে দিয়েছে। এতে করে অর্থনীতির চাকা কিছুটা শ্লথ গতিতে এগোলেও আমাদের সচেতনতার চাকা অনেকটাই উদার গতিতে এগোচ্ছে। বাসে পদ্মা সেতুর গল্প যখন প্লেনের গতিতে যাচ্ছে ঠিক সেই মুহুর্তেই মাস্ক পরিধানের অভ্যাসটাই পুরোপুরিই হাওয়ায় ভাসছে। হ্যাঁ!! এটাই দৈনিক দৃশ্যমান বিষয়। "নো মাস্ক-নো সার্ভিস" এই নীতিতে যানবাহন চললেও মাস্কের ব্যবহার খুব অল্প সংখ্যক । রাজধানীর মিরপুর সহ অন্যান্য জায়গার  বাসে প্রতিদিনের দৃশ্যমান বিষয় এটাই। আইন শৃংখলা বাহিনী সহ  সামাজিক মাধ্যম সমুহ বিভিন্ন ভাবে সচেতনতার দুয়ার খুললে ও সাধারন জনগন অনেকটাই না দেখার ভান করেই যাচ্ছে। 

Tuesday, July 21, 2020

সবাই সবকিছু ডিজার্ভ করেনা!

কেউ ভাবছে আপনি সস্তা,আপনার বলা প্রতিটা কথা গুরুত্বহীন, বিরক্তিকর তাহলে সমাধান কি?

সমাধান:

১./ নিজের মাইন্ডকে স্ট্রং করে,নিজের পারসোনালিটিকে ধরে রাখুন।কারণ সবাই সব জিনিসের গুরুত্ব বোঝেনা।কিছু মানুষকে লিমিট করে কেয়ার দিতে হয়,লিমিট করেই ভালবাসতে হয় তাতে সে ভাবে আপনি ম্যাচিউর!

২./ সে না চাইতে বেশি পায় বলেই তার জন্য সেটা বদহজমের মত মনে হয়! সে ভেবে নেয় আপনি বাস্তববাদী নন,আপনি আবেগী,সুতরাং নিজেকে আবেগহীন করে গড়ে তুলুন।

৩./ মনের ভিতরে রক্তমাংস রেখে বাইরে টাকে কাঠ মানব/ মানবী করে গড়ে তুলুন।নিজের চারিদিকে এমনভাবে শক্ত প্রাচীর তৈরি করুন যেন সে চাইলেও আর আঘাত না করতে পারে,ভাঙতে না পারে।

ভালো থাকার জন্য এইটুকুই যথেষ্ট।মনে রাখবেন, সবাই সবকিছু ডিজার্ভ করেনা!
যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দিতে হয়।
 
✍️🧔🏽🧔🏽

Thursday, July 2, 2020

অফিস বস আর বাস্তব জীবন--------------------------


আমরা এমন অনেকেই আছি যারা অফিসে বসের বকা খেতে স্বাচ্ছন্দ বোধ করিনা। আমার ও একই মনে হয়। মনে হয় ' আর থাকবোনা এই অফিসে' । কিন্তু যদি এটাকে ভালোবাসা হিসেবে জাস্ট মনে করে নিই একটু সময়ের জন্য তাহলে ঐ বকা টা বকা হবেনা। 
আমি ভুল করবোই আর বস ভুলের জন্য বকা দিবেই - এটাই বস আর আমার মধ্যে পার্থক্য। 
অবাক করা বিষয়- আপনি যতই  চেক দিয়ে নেন না কেন  বসের চোখ যেনো ঐ শব্দ কিংবা লাইনের মধ্যেই পড়ে যেখানে ভুল হইছে কিংবা আরেকটু ভালো হতেপারতো এই লাইনটা -এই টাইপ লাইন/ শব্দ। 

চাকুরী ক্ষেত্রে বস সবসময় ভালো একটা রোল প্লে করে । আবার খারাপ/ আপনার মনের মতো না টাইপ বস ও মাঝে মাঝে ভালো কিছু প্লে করে অন্য মনস্ক ভাবে। সো সবক্ষেত্রেইই ব্যাপারটা পজিটিভ ভেবে নিলে আর টেনশন কিংবা হতাশা আসাবেনা। 

জীবন একটা উপবৃত্তাকার পৃথিবীর মধ্যেই দোড়াবে। এটাই স্বাভাবিক!!! কোথাও সেন্ট্রাল পয়েন্ট একদম কাছে আবার কোথাও দূরে। শুধু টেকনিক্যালি দোড়াতে পারলে মূল পয়েন্টে আমরা আসতে পারি। অন্যথায় বইয়ের নীতি অনুসরণ করেই দোড়াতে হবে। আসলেই খাবো- না আসলে কি আর করার। ব্যাড লাক বলে চালিয়ে দিতে হবে।  

তাই সময়ের সাথে নিয়ম মেনেই দোড়ালে পিছনে ফিরে তাকানোর সময় পাবেনা। কারন ঐ সময় আর আমার জন্য দাড়াবেনা। 
Life is All About Time..............................

Tuesday, June 30, 2020

মধ্যবিত্ত শিক্ষার্থী ...


ভাতিজা- কিসে পড়??? চাচা!! আমি মাস্টার্স দিয়েছি । 
ওহ। এম এ পাস দিছো?? জী চাচা!!!
তা চাকরী টাকুরী কিছু পাইছো নাকি এখনো বাপ মায়ের কাছ থেকে নিয়া চলো ?
অবশ্য তোমার বাপ মা ই বা কই থেকে দিবে ?? 

না না চাচা , আমি টিউশনি করে চলি । বাবা মায়ের কাছ থেকে নিতে হয়না...
ওওওও !! তা বাড়িতে কিছু দিতে পারো?? নাকি সব আড্ডাবাজি  কইরাই উড়াইয়া দাও...। 
না চাচা ্‌ চেষ্টা করি দিতে । 
আমি যায় চাচা- ভালো থাকবেন । যাও যাও- 
কিরে জামাল ( প্রতীকী নাম) চিনিস তো ওরে। আরে ও বাড়ির করিমের( প্রতীকী নাম) ছেলে । সবাই তো বলে ও ভালা  ছাত্র আছিলো ।। পোলাপাইন ঢাকাতে যাইয়া সব নষ্ট হইয়া যায় .........।। 

এই হলো গ্রামের একটা সাধারন পরিচিতি ।ভালো ছাত্রের পরিচিতি মাথায় নিয়ে আজ মধ্যবিত্ত পরিবারের সন্তান রা এই ভাবেই ছোটোখাটো কিছু কষ্ট নিয়ে দিন কাটায়। 
হ্যাঁ!! ভালো চাকুরী পাই। পড়াশুনা করলেই ভালো চাকুরী হবেই এটা যেমন সত্য তেমনি কিঞ্চিত সৌভাগ্য ও দরকার হয়। তা না হলে ভালো ছাত্র পরিশ্রম করারা পর ও চাকুরী পাই না কেন?? হ্যাঁ !!! টেকনিক অবলম্বন করে না বিধায়...
টেকনিক শিখতে হলে বিভিন্ন লেখকের বই লাগবে  । তা কিনতে হলে টাকা লাগবে , আর টাকার জন্য অতিরিক্ত টিউশনি কিংবা কোচিং এ ক্লাস। তো টেকনিক অবলম্বন করে পড়া টা কখন? এই  জন্যই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য ও কিছুটা সৌভাগ্য লাগে। আর  না হলে জীবন ঐ লেবুর মত তেঁতোই থেকে যায়। 
 

Monday, June 29, 2020

আশাই তো একমাত্র ভেলা - আসবে কোনো এক বেলায়..

হ্যাঁ !!
আমি সেই আত্মতৃপ্ত মানব যার তৃপ্ততা পুষ্ট হতে খুব কিঞ্চিত সময়ের দরকার হয়।
আমার লাগেনা ঘন্টা দশেক সময় নিজেকে ভাবাতে - না অন্যকে নিয়ে ভাবতে-
না পাই কস্ট - না দিতে পারি ব্যাথা
তবুও কেন জানি আমিই পড়ে যায় চক্ষুতলে।
এটা হয়তো অতি ভালোবাসা কিংবা  অতি রোষানলের শিকার,

না কবিতা লেখার বৃথা চেষ্টা করছিনা --------
এটা আমার দ্বারা হবেনা। আমি ভাই তেল নিয়ে একটু ব্যস্ত । কোনটা নিবো !!!!!!!


এমনই অনেক মানুষ আছে - যারা নিজেরই জানেনা কেনো সে কথা শুনছে কিংবা কস্ট পাচ্ছে। সমাজ মাঝে মাঝে নতুন কিছু ব্যাকরণ নিয়ে আসে মানুষের মাঝে । যুক্ত ব্যাঞ্জনের মতোই ভেঙ্গে ভেঙ্গে পড়তে দাঁত ভাঙার উপক্রম হতেই ভুলে যায় প্রথমে কোন শব্দ ভেঙ্গেছি। চেষ্টার কমতি ছিলোনা কিন্তু । কে বুঝবে এই কথা ।
না - আপনি পারবেন না উচ্চস্বরে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে - আমি জানি !! আমি ই পারবো !!
কারন - পঞ্চ দিক থেকে চেপে ধরে রাখবে আপনাকে । ২ইঞ্চি বেটে হয়ে ও যেতে পারেন তাতে কিছুই যায় আসেনা। কিন্তু আপনি ওখানেই পরে থাকেন , কেউ ভাববেনা।
এটা ভালোবাসা কিন্তু এক দিক থেকে ।

আমাদের সমাজের ভালো মানুষগুলো একটু বেশি তেল কিনতে পছন্দ করে । মার্কেট যদি লক হয়ে যায়। ঢেলে দেয়ার তেল যদি ছিটকানো লাগে তাহলে জাত যাবে। মাঝে মাঝে এতো মারে --- তেল---
যে তেলে তৈলাক্ত হয়ে ঘেমে যেতে হয়। তাতে কলমের কালি আর বের হয়না।
আমি আপনি কিঙ্গা আপনারা তেলের বাজার টা একটু গরম করে দিলেই আবার কলমের কালি বের হবেনা । সুতরাং কোনো কিছুই বেশি দেয়া ভালোনা।
আর আমি অতি সাধারন মানুষের মতই বসে থাকি কখন কলমের কালি বের হবেনা -- তা দেখতে ।
আশাই তো একমাত্র ভেলা - আসবে কোনো এক বেলায়.........

Friday, June 26, 2020

Dear Soulmate-- I am practicing being alone...





Dear Soulmate - 
I hope your smile is as beautiful as i see in my  dreams..
I am waiting for you in a sea of 7  billion ..

Dear Soulmate-
I am here ..
I am learning to take care of myself ..
So that i can take care of you in the future..
I am alone....
But i am not lonely............
These lips have kissed all the wrong people ..
So that i can learn to kiss you in the right way..
And i'm going through heartbreaks,
These heartbreaks that hurt like hell..
So i can understand true love..

The love that i will give to you
And i am practicing being alone..
So we can be alone together...
When shall we meet??
Meet me at the right place..
At the right side..
When i am the right person..
For now, i will be here,, Chasing my dreams-i will be here,,
Gathering experences, trying to understand the world
Making myself happy and whole, 
Because i kno then ,
And only then -Is when we will meet..


ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...