Tuesday, June 30, 2020

মধ্যবিত্ত শিক্ষার্থী ...


ভাতিজা- কিসে পড়??? চাচা!! আমি মাস্টার্স দিয়েছি । 
ওহ। এম এ পাস দিছো?? জী চাচা!!!
তা চাকরী টাকুরী কিছু পাইছো নাকি এখনো বাপ মায়ের কাছ থেকে নিয়া চলো ?
অবশ্য তোমার বাপ মা ই বা কই থেকে দিবে ?? 

না না চাচা , আমি টিউশনি করে চলি । বাবা মায়ের কাছ থেকে নিতে হয়না...
ওওওও !! তা বাড়িতে কিছু দিতে পারো?? নাকি সব আড্ডাবাজি  কইরাই উড়াইয়া দাও...। 
না চাচা ্‌ চেষ্টা করি দিতে । 
আমি যায় চাচা- ভালো থাকবেন । যাও যাও- 
কিরে জামাল ( প্রতীকী নাম) চিনিস তো ওরে। আরে ও বাড়ির করিমের( প্রতীকী নাম) ছেলে । সবাই তো বলে ও ভালা  ছাত্র আছিলো ।। পোলাপাইন ঢাকাতে যাইয়া সব নষ্ট হইয়া যায় .........।। 

এই হলো গ্রামের একটা সাধারন পরিচিতি ।ভালো ছাত্রের পরিচিতি মাথায় নিয়ে আজ মধ্যবিত্ত পরিবারের সন্তান রা এই ভাবেই ছোটোখাটো কিছু কষ্ট নিয়ে দিন কাটায়। 
হ্যাঁ!! ভালো চাকুরী পাই। পড়াশুনা করলেই ভালো চাকুরী হবেই এটা যেমন সত্য তেমনি কিঞ্চিত সৌভাগ্য ও দরকার হয়। তা না হলে ভালো ছাত্র পরিশ্রম করারা পর ও চাকুরী পাই না কেন?? হ্যাঁ !!! টেকনিক অবলম্বন করে না বিধায়...
টেকনিক শিখতে হলে বিভিন্ন লেখকের বই লাগবে  । তা কিনতে হলে টাকা লাগবে , আর টাকার জন্য অতিরিক্ত টিউশনি কিংবা কোচিং এ ক্লাস। তো টেকনিক অবলম্বন করে পড়া টা কখন? এই  জন্যই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের জন্য ও কিছুটা সৌভাগ্য লাগে। আর  না হলে জীবন ঐ লেবুর মত তেঁতোই থেকে যায়। 
 

No comments:

Post a Comment

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...