Tuesday, June 23, 2020

ভালো থাকার উত্তম পন্থা !!!!


কেউ ভাবছে আপনি সস্তা,আপনার বলা প্রতিটা কথা গুরুত্বহীন, বিরক্তিকর তাহলে সমাধান কি?

হ্যাঁ -হতে পারে এটাই সমাধানঃ-  


১./ নিজের মাইন্ডকে স্ট্রং করে,নিজের পারসোনালিটিকে ধরে রাখুন।কারণ সবাই সব জিনিসের গুরুত্ব বোঝেনা।কিছু মানুষকে লিমিট করে কেয়ার দিতে হয়,লিমিট করেই ভালবাসতে হয় তাতে সে ভাবে আপনি ম্যাচিউর!

২./ সে না চাইতে বেশি পায় বলেই তার জন্য সেটা বদহজমের মত মনে হয়! সে ভেবে নেয় আপনি বাস্তববাদী নন,আপনি আবেগী,সুতরাং নিজেকে আবেগহীন করে গড়ে তুলুন।

৩./ মনের ভিতরে রক্তমাংস রেখে বাইরে টাকে কাঠ মানব/ মানবী করে গড়ে তুলুন।নিজের চারিদিকে এমনভাবে শক্ত প্রাচীর তৈরি করুন যেন সে চাইলেও আর আঘাত না করতে পারে,ভাঙতে না পারে।

ভালো থাকার জন্য এইটুকুই যথেষ্ট।

আসলে সবাই সবকিছু ডিজার্ভ করেনা!
যার যতটুকু পাওনা তাকে ততটুকুই দিতে হয়।

No comments:

Post a Comment

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...