Tuesday, June 23, 2020

কাজের খুটিনাটি না জানার অনেক আপদ রুপ বিপদ !!

জনৈক পাদ্রি এক নানকে( Someone )গাড়িতে লিফট দিচ্ছিলেন। গাড়িতে বসে নান এমন ভাবে পা তুলে বসল যে পাদ্রি তার একপাশের উরু পরিস্কার দেখতে পাচ্ছিলেন। পাদ্রি কোন রকমে নিজেকে সামলে নিলেন। কিন্তু কিছুক্ষন পর গিয়ার বদলানর ছলে নানের উরু ছুয়ে দিলেন।
শিউরে উঠে নান বলে উঠল, "ফাদার, আপনার কি মনে আছে ১২৯ নম্বর স্লোকে ঈশ্বর কী বলেছেন?"
বিব্রত পাদ্রি "হু, হা" বলে দ্রুত হাত সরিয়ে নিলেন।
চার্চে পৌছে নানকে বিদায় করে দিয়ে পাদ্রি পরিমরি করে ছুটলেন ১২৯ নম্বর স্লোকে কী লেখা আছে দেখতে।
স্লোক পড়ে পাদ্রি শোকে পাথর হয়ে গেলেন। স্লোকে লেখা ছিল, "এগিয়ে যাও, প্রয়োজনে আরো উপরে উঠ, নিশ্চয় তুমি সুখী হবে।"
নিজের কাজের খুঁটিনাটি জানা না থাকলে অনেক সুবর্ন সুযোগ হেলায় হারাতে হয়।
Hridoy Khan, Rahman Sanzu and 7 others

No comments:

Post a Comment

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...