Tuesday, June 23, 2020

করোনার পজিটিভ দিক :)

Image may contain: night and text


সবাই যে ঠান্ডা মাথায় নতুন করে ভাববার চান্স পাইসে, এইটাও কম কিছু না কিন্তু!

অনেকেই নিজেদের ভুল ভালোলাগা, ভুল বন্ধুত্ব, ভুল ভালোবাসা, ভুল সম্পর্ক, ভুল আসক্তি, ভুল প্রায়োরিটি, ভুল বিনিয়োগ, ভুল চাকরি, আর ভুল স্বপ্নগুলো আইডেন্টিফাই করতে পেরেছে বা পারছে; এইটা অনেক বড় পাওয়া বটে!

এইটা না হইলে, অথবা সেইটা হইতে না পারলে কিংবা অমুকরে না পাইলে যে জীবন বৃথা হয়ে যায়না, তা অনেকেই এবার হাতেকলমে বুঝতে পারসে; দ্যাটস অসাম!

অনেকেই নতুন করে টের পাইসে এক জীবনে কত কম হইলে আর কত স্লো চললেও দিব্যি বেচে থাকা যায়; দ্যাটস এপিক!

পাছে লোকে কি বলে ভেবে অনেকেই এদ্দিন নানান ইস্যুতে ইন্ডিসিশনে ভুগছিল, তারা এবার গা ঝাড়া দিয়ে ডিসাইসিভ হবে; দ্যাটস দ্য ইন্ডিকেশন অফ নিউ হোপস, নিউ বিগিনিংস, নিউ এরা!

নিশ্চয় অতীতের চেয়ে ভবিষ্যৎ হবে শ্রেয়তর 💕


No comments:

Post a Comment

ক্রস কানেকশন

  তোকে মোছায়- যেন বয়ে যাওয়া চোখের কিনায়। বেলা শেষে কোনো রেস্তোরাতে চোট্ট ডিনার মোমের আলোয় আঙ্গুলে আজ মানিয়েছে দারুন ভালো আদর পাখি- অ...